বিশেষ গণটিকা কর্মসূচির ২য় ডোজ ২৮ অক্টোবর
বিশেষ গণটিকা কর্মসূচির ২য় ডোজ ২৮ অক্টোবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী করোনার বিশেষ গণটিকা কার্যক্রমের মাধ্যমে প্রথম ডোজ নেওয়াদের আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
সোমবার (২৫ অক্টোবর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ফেসবুক পোস্টে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে দ্বিতীয় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে আরও বলা হয়, এদিন সারা দেশে সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলায় করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে শুধু দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
উল্লেখ্য, বিশেষ এ কর্মসূচিতে গত ২৮ সেপ্টেম্বর ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ টিকার প্রথম ডোজ দেয়া হয়ে ছিল। এর মধ্যে পুরুষরা পেয়েছেন ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ ডোজ। নারীরা পেয়েছেন ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ ডোজ।