সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএমএ’র আহ্বান
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাতে সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাতে সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান প্রতিষ্ঠানটি।
দেশের বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাসস্থানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র সুকৌশলে দেশের কয়েকটি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ও আবাসস্থলে হামলা, ভাঙচুর, হত্যা ও অগ্নিসংযোগ চালিয়ে দেশের মানুষের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এ ষড়যন্ত্রকারীদের অপচেষ্টাকে রুখে দেব।’
মানববন্ধনে বক্তারা বলেন, একদল ধর্মান্ধ দুষ্কৃতকারী এবারের শারদীয় দুর্গাপূজার আগে ও পরে দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাসস্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যার কর্মকাণ্ড চালিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করেছে।
তারা আরও বলেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূলনীতির অন্যতম ভিত্তি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা বিপন্ন করতে স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।