‘ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন’

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-20 17:18:19
‘ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা (উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা) খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন বলে স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ইউএইচএফপিওদের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ে ইউএইচএফপিওরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তাঁরা খুবই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। যার ফলে দ্বিতীয় ঢেউয়ে তাঁদের মাধ্যমে সারা দেশেই করোনার চিকিৎসা দিয়েছি। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা দিয়েছেন।’

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম আরও বলেন, ‘আমাকে এমন একটা সময়ে এই দায়িত্বে নিয়ে আসা হয়েছে, আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সুযোগ পেলেই সারা দেশে চষে বেড়িয়েছি।’


আরও দেখুন: