চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর দাবি

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-20 14:43:32
চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর দাবি

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম ইউএইচএফপিও সম্মেলনে বক্তব্য রাখছেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বাড়াতে হবে। পদায়ন পদন্নোতি নির্দিষ্ট নিয়মে হতে হবে।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম ইউএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই মেয়াদে এই আইন বাস্তবায়ন করার দাবি জানাই।

বিএমএ সভাপতি বলেন, স্বাস্থ্য সেবা বিভাগের সব সমস্যা সমাধান করতে হবে। আন্দোলন নয় আলোচনার মাধ্যমে চিকিৎসকদের সব সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর একান্ত নির্দিশনা ও স্বাস্থ্যমন্ত্রীর চেষ্টায় করোনা টিকার সমস্যা সমাধান হয়েছে।

 

প্রসূতিদের স্বাস্থ্যসেবায় উপকূলীয় এলাকায় স্পিডবোট দিতে হবে

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সব সমস্যা সমাধান করতে হবে। আন্দোলন নয় আলোচনার মাধ্যমে চিকিৎসকদের সব সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন,  প্রধানমন্ত্রীর একান্ত নির্দিশনা ও স্বাস্থ্য মন্ত্রীর চেষ্টায় করোনা টিকার সমস্যা সমাধান হয়েছে।

ডা. রোকেয়া সুলতানা বলেন, চিকিৎসকদের প্রশাসনিক ক্ষমতা বাড়াতে হবে। পদায়ন পদন্নোতি নিদিষ্ট নিয়মে হতে হবে।


আরও দেখুন: