চিকিৎসকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-20 13:34:16
চিকিৎসকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি

হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম ইউএইচএফপিও সম্মেলন

কর্মস্থলে বিভিন্ন সময় নিরাপত্তাহীনতা ভুগেন চিকিৎসকরা। অনেক সময় হামলার শিকার হন তারা। রোগীদের উত্তেজিত স্বজনদের হামলায় হাসপাতালে চিকিৎসকদের হতাহতের ঘটনাও ঘটছে। এসব কারণে নিজেদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত প্রথম ইউএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা) সম্মেলনে এ দাবি জানিয়েছন চিকিৎসকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. এহতেশামুল হক চৌধুরী বলেছেন, চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দিতে হবে।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে বেড বাড়ানোর পাশাপাশি চিকিৎসকের আবাসন নিশ্চিত করতে হবে।

দেশের প্রান্তিক স্বাস্থ্যসেবায় নেতৃত্ব দিচ্ছেন প্রায় অর্ধ সহস্র ইউএইচএফপিও (উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা)।

বুধবার ইউএইচএফপিও ফোরামের উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম বার্ষিক সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের কার্যকারিতা বাড়াতে হবে। উপকূলীয় এলাকায় স্পিডবোট দিতে হবে প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবায়।

উপজেলা পর্যায়ে নারীদেরকে নিয়োগ দিতে হবে। নারী চিকিৎসকদের নিরাপত্তা দিতে না পারলে সেটা করা সম্ভব হবে না।


আরও দেখুন: