চিকিৎসা বিজ্ঞানে গবেষণার বিকল্প নেই: স্বাচিপ মহাসচিব

Online Desk
2021-10-19 19:49:14
চিকিৎসা বিজ্ঞানে গবেষণার বিকল্প নেই: স্বাচিপ মহাসচিব

চিকিৎসা বিজ্ঞানে গবেষণার বিকল্প নেই: স্বাচিপ মহাসচিব

চিকিৎসা বিজ্ঞানের নতুন পদ্ধতি জানা ও গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ।

মঙ্গলবার দুপুরে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে সদ্য পাসকৃত চিকিৎসকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

নবীন চিকিৎসকদের স্বাচিপ মহাসচিব বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে আপনাদের সবসময় চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি ও গবেষণা সম্পর্কে খোঁজ রাখতে হবে এবং তার চর্চা করতে হবে। আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার শিখতে হবে।’

তিনি বলেন, ‘যখন যে বিষয়ের ওপর একটা রোগী পাবেন, তখনই সে বিষয়ে একটু পড়াশোনা করবেন। তবেই এই শিক্ষাটা দীর্ঘদিন স্থায়ী হবে।’

রোগীদের চিকিৎসা সেবা প্রসঙ্গে ডা. এমএ আজিজ বলেন, ‘রোগী দেখতে গিয়ে হয়তো রোগীরা নানা কারণে চিকিৎসকের ওপর রাগ করতে পারে, কিন্তু একজন চিকিৎসক হিসেবে কখনই আপনার রাগ করা যাবে না।’

‘শুধু চিকিৎসাই নয়, তাদের ভালো করে ম্যানেজ করতে হবে। তাদের সঙ্গে সময় নিয়ে কথা বলা, তাদের সমস্যাগুলোও ভালো করে শুনতে হবে’ যোগ করেন তিনি।


আরও দেখুন: