‘ডিসেম্বরেই টিকা পাবেন দেশের ৫-৬ কোটি মানুষ’

অনলাইন ডেস্ক
2021-10-19 17:54:00
‘ডিসেম্বরেই টিকা পাবেন দেশের ৫-৬ কোটি মানুষ’

চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই দেশের ৫ থেকে ৬ কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পাবেন

চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই দেশের ৫ থেকে ৬ কোটি মানুষ করোনাভাইরাসের টিকা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার গতকালও কথা হয়েছে। ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষকে আমরা টিকার আওতায় আনতে পারবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের করোনাকালীন সেবা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে সংসদে অনেক সমালোচনা হয়েছে। তবে আমরা অনেক দেশের তুলনায় ভালোভাবে করোনা মোকাবিলা করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ করোনার টিকার আওতায় আসবে।’

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কম মানুষ মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ২৭ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারত ও আমেরিকায় এই সংখ্যা সাড়ে পাঁচ লাখেরও বেশি।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমরা টিকা বেসরকারি খাতে দেইনি। শতভাগ সরকারিভাবে টিকাকরণ করা হয়েছে। অন্যান্য দেশে সরকারের পাশাপাশি বেসরকারি মাধ্যমেও টিকাকরণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমেই এই সফলতা এসেছে।


আরও দেখুন: