ছয় বেসরকারি কলেজে বিএসসি-ইন-নার্সিংয়ে আসন বাড়ল

অনলাইন ডেস্ক
2021-10-18 21:35:40
ছয় বেসরকারি কলেজে বিএসসি-ইন-নার্সিংয়ে আসন বাড়ল

দেশে ছয়টি বেসরকারি কলেজের বিএসসি-ইন-নার্সিং কোর্স ও পোস্ট বেসিক বিএসসি কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি

দেশে ছয়টি বেসরকারি কলেজের বিএসসি-ইন-নার্সিং কোর্স ও পোস্ট বেসিক বিএসসি কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি অনুমোদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এক্ষেত্রে তাদের তিনটি শর্ত মানতে হবে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ইসরাত জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ১১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি নীতিনির্ধারণী কমিটির সভার সিদ্ধান্তে বেসরকারি নার্সিং কলেজে তিন শর্তে বিএসসি-ইন-নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি কোর্সে ২০২০-২১ শিক্ষাবর্ষ হতে আসন বৃদ্ধি এবং একই সঙ্গে বিদ্যমান প্রতিষ্ঠানসমূহে বর্ণিত শিক্ষাবর্ষ পর্যন্ত অনুমোদনের মেয়াদ বৃদ্ধি করা হলো।

প্রজ্ঞাপনে অনুযায়ী সিলেট উইমেন্স নার্সিং কলেজে বেসিক বিএসসি কোর্সে ১০টি, জয়পুরহাটের মজিবর রহমান ফাউন্ডেশন নার্সিং কলেজে বেসিক বিএসসি কোর্সে ১০ ও পোস্ট বেসিক বিএসসি কোর্সে ৫টি, শ্যামলী নার্সিং কলেজে বেসিক বিএসসি কোর্সে ১০টি, ট্রমা নার্সিং কলেজে বেসিক বিএসসি কোর্সে ১০টি ও সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজে বেসিক বিএসসি কোর্সে ২০টি আসন বাড়ানো হয়েছে।

যে ৩ শর্ত মানতে হবে-

১. নীতিমালা সকল বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

২. দেশের দরিদ্র মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসন নিশ্চিত করতে হবে।

৩. বরাদ্দকৃত আসনের ১০ শতাংশের বেশি পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন


আরও দেখুন: