৬ শর্তে এমএসসি-ইন-নার্সিং কোর্সের অনুমোদন পেল জিসিসিএন
এমএসসি-ইন-নার্সিং কোর্সের অনুমোদন পেল গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং
এমএসসি-ইন-নার্সিং কোর্সের অনুমোদন পেল গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন)। এজন্য মানতে হবে ছয়টি শর্ত।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ইসরাত জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি নীতিনির্ধারণী কমিটির সভার সুপারিশক্রমে বেসরকারি নার্সিং কলেজ (গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং) -এ দুই বছর মেয়াদি এমএসসি-ইন-নার্সিং কোর্স চালুর প্রশাসনিক অনুমোদন বর্ণিত শর্তে নির্দেশক্রমে প্রদান করা হলো।
২০২০-২১ শিক্ষাবর্ষে ২ বছর মেয়াদি এমএসসি-ইন-নার্সিং কোর্সে নার্সিং শিক্ষায় ৩০টি, কমিউনিটি হেলথ নার্সিংয়ে ৩০টি, এডান্ড এন্ড এন্ডারলি হেলথ নার্সিংয়ে ৩০টি করে মোট ৯০টি আসন বরাদ্দ প্রদান করা হয়েছে।
শর্তগুলো হলো-
১। নীতিমালার সকল শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
২। কর্মরত নার্স শিক্ষকদের রেজিস্ট্রেশন সনদ অবশ্যই হালনাগান বা নবায়ন রাখা নিশ্চিত করতে হবে।
৩। ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরন করতে হবে।
৪। এমএসসি ইন নার্সিং কোর্সের জন্য আলানা ফ্যাকাল্টি করতে হবে।
৫। প্রতিটি বিষয় ভিত্তিক কমপক্ষে দুজন পিএইচডি অথবা নার্সিং বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
৬। এমএসসি ইন নার্সিং কোর্সে শিক্ষার্থী ভর্তির পূর্বে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহন করতে হবে।