আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৩ নার্সের বদলি

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-18 15:42:05
আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৩ নার্সের বদলি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে কর্মরত ৫৩ নার্সিং কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্স পদমর্যাদার এসব কর্মকর্তাকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, ঢাকার অধীনে কর্মরত ৫৩ সিনিয়র স্টাফ নার্স/স্টাফ নার্সগণকে তাদের আবেদনের প্রেক্ষিতে বর্তমান কর্মস্থল হতে আদেশে বর্ণিত শূণ্যপদে বদলি/পদায়ন করা হলো।’

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে আদেশ লিপিতে আরও বলা হয়, বদলি হওয়া নার্সিং কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে এ বদলি আদেশ হওয়ায় তারা টিএ-ডিএ পাবেন না।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, সিভিল সার্জন, সেবা তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

আদেশটি দেখতে এখানে ক্লিক করুন


আরও দেখুন: