রমেক পরিচালককে অবরুদ্ধ করে নার্সদের বিক্ষোভ

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-17 16:08:48
রমেক পরিচালককে অবরুদ্ধ করে নার্সদের বিক্ষোভ

রমেকে প্রণোদনার দাবিতে নার্সদের বিক্ষোভ

করোনাকালে সরকার ঘোষিত প্রণোদনার অর্থের দাবিতে বিক্ষোভ ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করেছেন হাসপাতালের কর্মরত নার্সরা।

রোববার (১৭ অক্টোবর) সকালে পরিচালকের রুমে সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণাও দিয়েছেন নার্সরা।

রমেক হাসপাতালের নার্স নেতা ফোরকান আলী বলেন, আমরা দাবি আদায়ে লক্ষে এখানে আসছি। রংপুর মেডিকেল কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা আরও চার-পাঁচ মাস আগে প্রণোদনা হাতে পেয়েছেন। কিন্তু নার্সদের প্রণাদনার জন্য গত মাসের ২২ তারিখ রমেক পরিচালক দপ্তর থেকে একটি চিঠি আসে। এরপর আমরা সেই চিঠিটি প্রেরণ করি, এ চিঠির অগ্রগতি অর্ধবধি ৫ ভাগও আগায়নি।

তিনি আর বলেন, এই মাসের ১৫ তারিখ ছিল এই চিঠির শেষ সময়। এরপর হাসপাতালের উপ-পরিচালক চিঠির সময় বাড়িয়ে নিয়েছেন, পরে পরিচালক ওই চিঠিকে নিম্নগামি করে দেন। প্রণোদনার বিষয়ে পরিচালকের কাছে জানতে চাইলে তিনি নার্সদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।


আরও দেখুন: