রাজধানীতে নবীন চিকিৎসক জয়দেবের লাশ উদ্ধার

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-17 13:59:50
রাজধানীতে নবীন চিকিৎসক জয়দেবের লাশ উদ্ধার

নবীন চিকিৎসক জয়দেব চন্দ্র দাস

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার একটি বাসা থেকে নবীন চিকিৎসক জয়দেব চন্দ্র দাসের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ডা. জয়দেব সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের একটি ফ্ল্যাট বাসার কক্ষ থেকে দুর্গন্ধ আসছিল। এর পর প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় একটি লাশ দেখতে পায় পুলিশ।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ৫ থেকে ৬ দিন আগে তিনি ওই বাসায় ওঠেন। ওই ফ্ল্যাটে মেস করে থাকতেন জয়দেব। সেখানে তার সঙ্গে আরও একজন শনাতন ধর্মাবলম্বী চিকিৎসক ছিলেন। পূজার ছুটিতে বাড়ি গেছেন তিনি।

পুলিশ আরও জানিয়েছে, লাশ উদ্ধারের সময় তার হাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ ছিল ও হাতে ক্যানোলা লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক বা ব্যক্তিগত হতাশা থেকে আত্মহত্যা করেছেন ডা. জয়দেব।

বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগে গত শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর খিলক্ষেত থেকে মাহফুজা আক্তার মুন্নি নামে আরেক নবীন চিকিৎসকের লাশ উদ্ধার করে পুলিশ।

২৫ বছর বয়সী মাহফুজা আক্তার গত দুই বছর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

মাহফুজার বাসার বাসিন্দা ও তাঁর সহপাঠী রুম্পা রানীর জানান, মাহফুজার সঙ্গে তাঁর বন্ধুর ঝগড়া হয়, যার সঙ্গে পারিবারিকভাবে তাঁর বিয়ের কথা চলছিল। একপর্যায়ে মাহফুজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


আরও দেখুন: