ডেঙ্গু আক্রান্ত আরও ১৮৩ রোগী হাসপাতালে

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-14 20:18:43
ডেঙ্গু আক্রান্ত আরও ১৮৩ রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কারো মৃত্যু হয়নি।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৩২ জন ঢাকার আর ৫১ জন অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৬ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৭৪০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে আরও ১৬৬ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৯১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৯২৪ জন। এ সময়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।


আরও দেখুন: