সাতক্ষীরায় প্রথম সফল নিউরোসার্জারি অপারেশন
সাতক্ষীরায় প্রথম সফল নিউরোসার্জারি অপারেশন
সাতক্ষীরায় প্রথমবারের মত মাথার (নিউরোসার্জারি) সফল অপারেশন করলেন নিউরোসার্জন ডা. হাসানুজ্জামান। গত রোববার (১০ অক্টোবর) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডে এ অপারেশন করা হয়।
ইসলামী হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন সাতক্ষীরার ছেলে ডা. মো. হাসানুজ্জামান এ অপারেশন করেন। এই অপারেশনে সহায়তা করেছেন এনেস্থিসিয়া ডা. সুদীপ্ত দেবনাথ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আঘাতজনিত কারণে মাথায় রক্ত জমে গেলে মানুষ অস্বাভাবিক আচরণ করেন। চলাফেরা জ্ঞানবুদ্ধি ব্যাহত হয়, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়। এই রোগের চিকিৎসা হচ্ছে মাথার খুলি খুলে রক্ত বের করা। এতে রক্ত সরবরাহ বৃদ্ধি হলে মস্তিষ্কের আয়তন পরিসর ও ধীরে ধীরে বাড়তে থাকে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত আফতাব সরদারের ছেলে আমজাদ সরদারের (৮০) মাথায় এ অপারেশন করা হয়। আপারেশনের পর আমজাদ এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা যায়, তিনি গত দুই সপ্তাহ আগে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অসহ্য যন্ত্রণায় ভূগছিলো।
উল্লেখ্য, ডা: হাসানুজ্জামান সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়মিত চেম্বার করেন। তিনি নিউরোসার্জারিতে এমএস ডিগ্রী অর্জন করেছেন। তাছাড়া ব্রেনটিউমার, ব্রেনস্ট্রোক এপেন্ডিসাইটিস, ব্রেস্টটিউমার, কোলনস্কপিকে দক্ষ ডা: হাসানুজ্জামান।