ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু বন্ধের লক্ষণ নেই

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-13 19:06:37
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু বন্ধের লক্ষণ নেই

ডেঙ্গু আক্রান্ত আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

অক্টোবরের মাঝামাঝি এসেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যেমন কমছে না, তেমনি ডেঙ্গুতে মৃত্যু বন্ধের লক্ষণও দেখা যাচ্ছে না।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন দুইজন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ১৬৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে আর ৪৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ১৬২ জন ভর্তি আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন। এ সময়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।


আরও দেখুন: