ডেঙ্গু আক্রান্ত আরও ১৮২ জন হাসপাতালে, মৃত্যু ২

অনলাইন ডেস্ক
2021-10-12 19:53:56
ডেঙ্গু আক্রান্ত আরও ১৮২ জন হাসপাতালে, মৃত্যু ২

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টা ডেঙ্গু আক্রান্ত ১৪৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে হয়েছেন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ৩৯ জন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯১৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪২ জন আর ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ১৭৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ২০ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯ হাজার ৫২২ জন। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে।


আরও দেখুন: