‘পাগল বলে কিছু নাই, মানসিক সমস্যা হলে চিকিৎসা দিতে হবে’

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-10 19:57:43
‘পাগল বলে কিছু নাই, মানসিক সমস্যা হলে চিকিৎসা দিতে হবে’

‘পাগল বলে কিছু নাই, মানসিক সমস্যা হলে চিকিৎসা দিতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, পাগল বলতে কিছু নাই। মানসিক সমস্যায় কেউ আক্রান্ত হলে তাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা দিতে হবে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রোববার বিএসএমএমইউ’র মনোরোগ বিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, শারীরিক ও মানসিক উভয়ভাবেই সুস্থ থাকতে হবে। সামাজিক দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, করোনা আসার পর মানুষ অনেক কিছু মনে রাখতে পারেন না, ভুলে যাচ্ছেন, ডিপ্রেশনে ভুগছেন। এসব নিয়েও গবেষণা করতে হবে।

মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল ডা. নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বক্তারা মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় সামাজিক অস্থিরতা দূর করা, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা, আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা, মূল্যবোধের অবক্ষয় রোধ করা এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আরও দেখুন: