প্রতি মাসেই হবে গণটিকা কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-10 15:17:56
প্রতি মাসেই হবে গণটিকা কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসে আমাদের হাতে তিন কোটির বেশি টিকা থাকবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৮০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেছেন, ‘প্রত্যেক মাসেই এমন গণটিকা কর্মসূচি পালন করা হবে।’

রবিবার (১০ অক্টোবর) মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা ৭ কোটি ২২ লাখের বেশি টিকা পেয়েছি। ৫ কোটি ৪১ লাখের বেশি ডোজ দেয়া হয়েছে। এখন ১ কোটি ৮১ লাখের বেশি ডোজ হাতে রয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘প্রত্যেক মাসেই টিকা আসছে। চলতি মাসে আমাদের হাতে তিন কোটির বেশি টিকা থাকবে। আর আগামী নভেম্বরে কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে আরও পৌনে ৪ কোটি টিকা হাতে পাব। সবচেয়ে বেশি আসবে ডিসেম্বরে ৫ কোটি ডোজ। এরপর জানুয়ারিতে আসবে পৌনে ৪ কোটি। সব মিলিয়ে আগামী বছরের জানুয়ারির মধ্যে ১৬ কোটির বেশি আমাদের হাতে থাকবে।’

অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া জানান, ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে তারা ইতিমধ্যে বিভিন্ন উৎস থেকে মোট ২৬ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছেন। টিকার নেয়ার পরও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি না মানতে নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করেন তিনি।


আরও দেখুন: