স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-09 15:04:22
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব মুন্সি জালাল উদ্দিন রাষ্ট্রপতির জার্মানি যাওয়ার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি জার্মানির চারটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসা শেষে লন্ডন যাবেন। ১২ দিনের সফর শেষে আগামী ২২ অক্টোবর তিনি দেশে ফিরবেন।’

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করছেন।

রাষ্ট্রপতিকে মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে বিদায় জানান।


আরও দেখুন: