মেডিকেলে উচ্চশিক্ষা ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-05 22:01:17
মেডিকেলে উচ্চশিক্ষা ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মেডিকেলে উচ্চশিক্ষা ও গবেষণার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

দেশে মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিতে উচ্চশিক্ষা ও গবেষণার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) এর ৪৮তম সম্মেলনে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উদ্যোগে মঙ্গলবার ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ডা. দীপু মনি বলেন, ‘মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিতে উচ্চশিক্ষা ও গবেষণার বিকল্প নেই। এজন্য বিশ্বের সংশ্লিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা মোকাবিলায় দেশের চিকিৎসক সমাজের বিরাট অবদান রয়েছে। প্রায় দুইশ’ চিকিৎসক জীবন দিয়েছেন। বর্তমানেও চিকিৎসক সমাজ সম্মুখযোদ্ধা হিসেবে রোগীদের জীবন বাঁচাতে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।’

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘দেশে মানুষের অন্ধত্ব নিবারণ, প্রতিরোধ ও অন্ধত্ব দূরীকরণে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

তিনি বলেন, এই সংগঠনটি চক্ষু চিকিৎসকদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেশে চক্ষু চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি, চক্ষু বিজ্ঞান বিষয়ের উচ্চ শিক্ষার প্রসার, মানুষের মধ্যে চক্ষু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।


আরও দেখুন: