শিশুদের টিকা দেওয়ার বিষয়টি পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-04 19:26:47
শিশুদের টিকা দেওয়ার বিষয়টি পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশুদের টিকা দেওয়ার বিষয়টি পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

আঠারো বছরের কম বয়সীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়কে টেকনিক্যাল বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলতে দেরি হওয়ার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘করোনা মহামারীর কারণে প্রায় ১৮ মাস ধরে আবাসিক হলগুলো বন্ধ আছে। এগুলো সংস্কারের প্রয়োজন। সে জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলতে সময় নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হবে।’


আরও দেখুন: