সিটি এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-03 21:47:19
সিটি এলাকার শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী

সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়ার প্রস্তুতি

সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার দুপুর চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের অধিক, তাদেরকে এক ডোজ টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যে কোনো জায়গায় দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘হয়তো সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের এ টিকা দেওয়া সম্ভব হবে। এই টিকা কখন, কীভাবে দেওয়া শুরু করতে পারব, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা চলছে।’


আরও দেখুন: