কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মেয়র আতিক

ডক্টর টিভি রিপোর্ট
2021-10-02 14:49:40
কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান মেয়র আতিক

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার উত্তরা এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিয়ে এ সহযোগিতা চান তিনি।

আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ আসছে। সেটা হলো কিউলেক্স মশা। এর জন্য আমরা আরেকটি অভিযান শুরু করব। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবাইকে নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। ডেঙ্গু মোকাবিলায় আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করেছি। সবাইকে সচেতন করতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি আরও বলেন, ‘সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগান বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পর শুক্র ও শনিবার সরকারি-বেসরকারি ও আধাসরকারি বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ফগিং ও লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘বাসাবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সামনেই কিউলেক্স মশার চ্যালেঞ্জ আসছে, তাই সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘ঝোপঝাড়, জলাশয়, কচুরিপানা এখনই পরিষ্কার করে ফেলতে পারলে কিউলেক্স মশা কমে যাবে। আগামী শনিবার থেকে আমরা কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করব। ঢাকা শহরে যারা জমির মালিক ও ডেভেলপমেন্ট কোম্পানি আছেন তাদের বলব, ফাঁকা জায়গা, ডোবায় মশা জন্ম নিচ্ছে। এই জায়গাগুলো আপনার নিজ উদ্যোগে পরিষ্কার করুন।’


আরও দেখুন: