এমপি হিসেবে শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-30 19:25:29
এমপি হিসেবে শপথ নিলেন ডা. প্রাণ গোপাল দত্ত

শপথ নিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত

আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ডা. প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

উল্লেখ্য, এ উপ-নির্বাচনে তিনজন প্রার্থীর দুইজন মনোনয়ন প্রত্যাহার করেন। একক প্রার্থী হওয়ায় ৭ অক্টোবর ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। গত ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। জাতীয় পার্টি ও ন্যাপ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় পরদিন তাকে একমাত্র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।


আরও দেখুন: