বিএসএসএমইউতে ইমার্জেন্সি ল্যাব উদ্বোধন

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-28 18:58:24
বিএসএসএমইউতে ইমার্জেন্সি ল্যাব উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইমার্জেন্সি ল্যাবরেটরি উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) ইমার্জেন্সি ল্যাবরেটরি উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ল্যাবের উদ্বোধন করা হয়।

বিএসএসএমইউ’র কেবিন ব্লকের নিচ তলায় এ ল্যাবের উদ্বোধন হয়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ঘাটতি কাটিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। বাঙালি জাতিকে নতুন ধারায় প্রতিষ্ঠিত করেছেন।’

সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা না থাকলে আজ এ দেশ হতো পাকিস্তান, আফগানিস্তান বা অন্য কোনো সন্ত্রাসের জনপদ। আজ আমাদের বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের এক রোল মডেল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে। মাতৃমূত্যু হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহিন আকতার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ প্রমুখ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ব্লকে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আরও দেখুন: