পরিবর্তন হলো ফাইজারের ২৫ লাখ টিকা আসার সময়

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-27 16:43:06
পরিবর্তন হলো ফাইজারের ২৫ লাখ টিকা আসার সময়

পরিবর্তন হলো ফাইজারের ২৫ লাখ টিকা আসার সময়

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ করোনা টিকা সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু টিকা আসার এই সময় পরিবর্তন হয়ে সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্সের আওতায় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।

মাইদুল ইসলাম আরও জানান, টিকাগুলি গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষরা।

এর আগে দেশে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা এসেছে। আজ ২৫ লাখ আসলে, এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।


আরও দেখুন: