ভুয়া ছয় চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-27 13:51:54
ভুয়া ছয় চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

ভুয়া ছয় চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

ভুয়া সার্টিফিকেট দাখিল করে চিকিৎসা সেবা দিয়ে আসা ছয় চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃপক্ষ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. আরমান হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রতারণাপূর্বক পাঁচজন চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটির এবং একজন রাশিয়ার স্মার্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ভুয়া সার্টিফিকেট দাখিল করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হতে রেজিস্ট্রেশন গ্রহণ করেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোর্ট ঢাকাতে মামলা দায়ের করা হইয়াছে।

ভুয়া চিকিৎসকরা হলেন-

১. আসীম কুমার মিত্র, বাবা: বোপেন্দ্র নাথ মিত্র, গ্রাম: মোল্লার কুল, পোস্ট: কাহালপুর, উপজেলা: মোল্লারহাট, জেলা: বাগেরহাট, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82969, Date: 2.07.2017)

২. সৌমেন্দ্র নাথ বিশ্বাস, বাবা: জগন্নাথ চন্দ্র বিশ্বাস, গ্রাম: স্বরূপপুর, পোস্ট: হাকিমপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82972, Date: ০2.07.2017)

৩. মো. রমজান খান, বাবা: ইব্রাহীম খান, গ্রাম: আটিপাড়া, পোস্ট: সিরাজপুর, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82973, Date: ০2.07.2017)

৪. মোফাজ্জেল হোসেন, বাবা: আব্দুর রহমান, গ্রাম: ভাষানচর, পোস্ট: অম্বিকাপুর, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82974, Date: 02.07.2017)

৫. মোহাম্মাদ মোবারক হোসেন, বাবা: মো: আব্দুল করিম, গ্রাম: চৌরাপাড়া, পোস্ট: লক্ষণখোলা, উপজেলা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82975, Date: 02.07.2017)

৬. একেএম মেহেদী হাসান, বাবা: একেএম সাহাবুদ্দিন, রাশেদ ভীলা, দক্ষিণ চর্থা, কুমিলা ৩৫০০, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 28171, Date: 26.05.1999)

‘এ অবস্থায় তারা নিজেদের চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি চিকিৎসা কার্য চালান, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে’ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আরও দেখুন: