অধ্যাপক ডা. হাবিবুর রহমান মারা গেছেন
বার্ধক্যজনিত জটিলতায় মৃত্যুবরণ করেছেন ডা. হাবিবুর রহমান চৌধুরী
বার্ধক্যজনিত জটিলতায় মৃত্যুবরণ করেছেন ডা. হাবিবুর রহমান চৌধুরী (৮৩)। তিনি ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ছিলেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবন গুলশানে তিনি মৃত্যুবরণ করেন।
ডা. হাবিবুর রহমান ১৯৬৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর ১৯৬৯ সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে তিনি এফআরসিএস পাস করেন।
তিনি ১৯৭২ হতে ১৯৮৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বিভিন্ন হাসপাতালে রেজিস্ট্রার, সিনিয়র রেজিস্ট্রার ও কনসালট্যান্ট হিসাবে কর্মরত ছিলেন। এরপর তিনি ১৯৭৮ সালে দেশে এসে হলি ফ্যামিলি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসাবে যোগদান করেন। দীর্ঘ ২৫ বছর এ পেশায় থাকার পর তিনি ২০০৩ সালে অবসরগ্রহণ করেন।
এছাড়া তিনি অবসর গ্রহণের পরে ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা দেওয়াসহ যশোর সমিতির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।