গর্ভবতী-স্তন্যদানকারী মা গণটিকা থেকে বাদ

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-26 16:11:37
গর্ভবতী-স্তন্যদানকারী মা গণটিকা থেকে বাদ

গত ৭ আগস্ট থেকে দেশে প্রথম গণটিকা কর্মসূচি শুরু হয়। এরপর টিকা স্বল্পতায় এ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আগামী ২৮ সেপ্টেম্বর সারা দেশে আবার গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেছেন, ‘এবার ২৫ ঊর্ধ্ব সবাইকে টিকা দেয়া হবে। তবে গণটিকা কর্মসূচির আওতায় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের টিকা দেয়া হবে না।’

রবিবার (২৬ সেপ্টেম্বর) ভার্চুয়াল ব্রিফিংরয় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘নিবন্ধন কার্ড ছাড়াও এনআইডি সাথে আনলে টিকা দেওয়া হবে। এ মাসে প্রথম ডোজ দেয়া হবে। আগামী মাসে একইভাবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।’

গত ৭ আগস্ট থেকে দেশে প্রথম গণটিকা কর্মসূচি শুরু হয়। এরপর টিকা স্বল্পতায় এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। গণটিকা কর্মসূচির আওতায় যারা প্রথম ডোজ নেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয় ৭ সেপ্টেম্বর।

সে সময় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের টিকাগ্রহণে অগ্রাধিকারের ঘোষণা দেয়া হলেও বাস্তবে অনেক কেন্দ্রে গিয়ে তারা হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।


আরও দেখুন: