করোনা আক্রান্ত হয়েছেন ৯,৪২৫ স্বাস্থ্যকর্মী
করোনা আক্রান্ত হয়েছেন ৯,৪২৫ স্বাস্থ্যকর্মী
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর সংক্রমণে দেশে মোট নয় হাজার ৪২৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শনিবার বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে তিন হাজার ১১৯ চিকিৎসক, দুই হাজার ২৮১ নার্স এবং চার হাজার ২৫ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সবচেয়ে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন ঢাকা জেলায় ৮৬৫ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় ৪৯২ জন, সিলেটে ৩৪৯ জন, ময়মনসিংহে ১৪৩ জন ও কুমিল্লায় ১৩১ জন রয়েছেন।
সবচেয়ে বেশি নার্স আক্রান্ত হয়েছেন ঢাকায় ৮৩২ জন। এছাড়াও ময়মনসিংহে ১৬৪ জন, বরিশাল জেলায় ৮৯ জন রয়েছেন।
এছাড়াও চার হাজার ২৫ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট নয় হাজার ৪২৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।