সোহরাওয়ার্দী হাসপাতালে ফাইজার টিকা দেওয়া শুরু

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-23 20:41:00
সোহরাওয়ার্দী হাসপাতালে ফাইজার টিকা দেওয়া শুরু

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

কোভিড ১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের আওতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার থেকে পুনরায় ফাইজার (pfizer) এর ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে সাধারণ জনগণকে সিনোফার্ম ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রবাসীদের প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা, pfizer, সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হচ্ছে।

দ্বিতীয় ডোজ হিসেবে মডার্না এখনও চলছে। যারা রেজিষ্ট্রেশন করে মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছেন, তারা অবশ্যই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

ভ্যাকসিন শেষ হয়ে যাবে ভেবে আতংকিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ভ্যাকসিন ম্যাসেজ নিয়ে হাসপাতালে জটিলতা সৃষ্টি হয়েছে। ৫০ হাজার ম্যাসেজ এখনও pending আছে।

আজ বৃহস্পতিবার মিটিংয়ের  সিদ্ধান্ত অনুযায়ী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সোহরাব উদ্দিন কলেজ হাসপাতালের ফেসবুক পেজে মেসেজ message পাঠানোর বিশেষ সুবিধা হাসপাতালের পরিচালক স্থগিত করে দিয়েছেন। ম্যাসেজ পাঠানোর জন্য অনুরোধ না করে সকলে মেসেজের জন্য অপেক্ষা করার অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


আরও দেখুন: