৩৩তম বিসিএসের ডা. ওয়াহিদুর রহমান আর নেই

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-20 17:39:43
৩৩তম বিসিএসের ডা. ওয়াহিদুর রহমান আর নেই

ডা. ওয়াহিদুর রহমান

৩৩তম বিসিএস ব্যাচের ডা. ওয়াহিদুর রহমান আর নেই। সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্র জানায়, গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে তিনি চট্টগ্রামের হালিশহরে মোটরবাইক দুর্ঘটনায় আহত হন। 

একদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২০ আগস্ট বিকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হয়ে পরে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডা. মো. ওয়াহিদুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

৩৫ বছর বয়সী ডা. ওয়াহিদুর রহমানের স্ত্রী ডা. সেতু সেজুতি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক।

ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন।

কেমন ছিলেন ডা. ওয়াহিদুর রহমান?

কেরানীহাট মা-শিশু হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করা চিকিৎসক ওয়াহিদুর রহমানের মৃত্যুর বিষয়ে মা-শিশু হাসপাতালের চেয়ারম্যান ওসমান আলী ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘করোনার সময়ে নিরবচ্ছিন্নভাবে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া এ চিকিৎসকের মৃত্যুতে দেশের অনেক ক্ষতি হয়ে গেল। আরেকজন ওয়াহিদুর রহমান পাওয়া অনেক কঠিন।’

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘অত্যন্ত মেধাবী এবং যত্নশীল চিকিৎসক ছিলেন ওয়াহিদ। তার মৃত্যুতে পুরো চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।’ 

তার মৃত্যুতে শোক প্রকাশ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মারুফ রায়হান খান বলেন, তিনি এমবিবিএস পাস করলেন। তিনি ৩৩তম বিসিএসে জয়েন করলেন। তিনি মেডিসিনে এমসিপিএস পাস করলেন। তিনি মেডিসিনে অতি অল্প বয়সে এফসিপিএস পাস করে মেডিসিন স্পেশালিস্ট হলেন। এরপর মেডিসিনের কনসালট্যান্ট হলেন। কী বর্ণাঢ্য জীবন!

আজ তিনি নেই এই পৃথিবীতে। এতো অল্প বয়সে তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. ওয়াহিদুর রহমান স্যার--আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।

প্রসঙ্গত, এমবিবিএসের পর  ডা. ওয়াহিদুর রহমান মেডিসিনে এফসিপিএস এবং এমসিপিএস কোর্স সম্পন্ন করেছন। সর্বশেষ তিনি এমডি ফেইজ-বিতে নিউরোমেডিসিনে অধ্যয়নরত ছিলেন।

ডা. ওয়াহিদুর রহমানের মৃত্যুতে ডক্টর টিভি পরিবার শোকাহত।


আরও দেখুন: