ট্রেনে বাচ্চা প্রসবে সহায়তা করে প্রশংসায় ভাসছেন চিকিৎসক যাত্রী
ট্রেনে বাচ্চা প্রসবে সহায়তা করে প্রশংসায় ভাসছেন চিকিৎসক যাত্রী
ট্রেনে এক নারীর প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে এগিয়ে যান ওই ট্রেনেরই যাত্রী ডা. ফারজানা তাসনীম। নির্ধারিত কামরায় সফলভাবে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন তিনি।
এমন মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করে নেটিজেনদের কাছে প্রশংসায় ভাসছেন ৪২তম বিসিএসে সহকারী সার্জন হওয়া ফারজানা তাসনীম।
ফেসবুকে সুজাউদ্দীন চতন নামের এক সাংবাদিক ঘটনার বর্ণনা দিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এই ঘটনাকে ‘মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেন।
ওই স্ট্যাটাসে রেশমা হোসেন নামের একজন মন্তব্য করেন, ‘পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধের এক চমৎকার দৃষ্টান্ত।’
মনিরুজ্জামান বাবুল লেখেন, ‘অসাধারণ পেশাদারীত্বের মানবিক উদাহরণ!!’
পলাশ জামানের মন্তব্য, ‘কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে জাতি তার নিঃস্বার্থ সেবাকে।’
মঈনুল ইসলাম রাজীব নামে একজন এই সহকারী সার্জনকে ‘সময়ের সাহসী ডাক্তার’ অভিহিত করেন।
শরীফ আলী লেখেন, ‘পেশাদারিত্ব ও মানবিক দায়িত্ববোধের এক চমৎকার দৃষ্টান্ত।… আল্লাহ্ তাআলা আপনাকে হেফাজত করুক।’
মো. শহীদ উল্লাহ নামে একজন বলেন, ‘ডা. ফারজানার জন্য আমরা গর্বিত। কারণ তিনি যে মহানুভবতার এবং পেশাদারিত্বের অবদান রেখেছেন তা অনেক চিকিৎসকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। আমি তাকে অভিনন্দন এবং স্যালুট জানাই।’
রাজশাহীর এই ‘মানবিক কন্যা’ ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী সার্জন হিসেবে এখন সরকারি চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে সেখানেই ইন্টার্ন করেন তিনি। এরপর রাজশাহী সিটি করপোরেশনের আরবান হেলথ কেয়ারে চাকরি করেছেন ফারজানা তাসনীম।