চট্টগ্রামে তিন মাস পার করোনায় মৃত্যুহীন দিন
এর আগে গত ১৫ জুন চট্টগ্রামে করোনায় কোনো মৃত্যু ছিল না
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে কেউ মারা যাননি। তবে একই সময়ে চট্টগ্রামে নতুন করে ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত হলেও কোনো রোগী মারা যাননি। তিন মাসের বেশি সময় পর করোনায় একটি মৃত্যুহীন দিন দেখল চট্টগ্রাম। এর আগে গত ১৫ জুন চট্টগ্রামে করোনায় কোনো মৃত্যু ছিল না।
আজ শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৯ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৭২ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার সাতজন।
আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ৬ শতাংশ। এদিন জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়।