বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাচ্ছে ৭ প্রতিষ্ঠান

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-16 16:23:19
বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাচ্ছে ৭ প্রতিষ্ঠান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব বসাতে ৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর সাত প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে। আর সেই সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এতে আরও জানানো হয়, সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে পারবে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে। বিমানবন্দরে বহির্গামী যাত্রীরা এখানে করোনার নমুনা পরীক্ষা করতে পারবেন দুই হাজার টাকায়।

সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, প্রতিষ্ঠানটি নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৮৫০ টাকা।

এএমজেড হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৮০০ টাকা।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে দুই হাজার টাকা।

জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজের ল্যাব স্থাপনে সময় লাগবে ছয় দিন, নমুনা পরীক্ষায় খরচ নেবে এক হাজার ৭০০ টাকা।

গুলশান ক্লিনিকের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৭৫০ টাকা।

আর ডিএমএফআর ল্যাব স্থাপনে সময় লাগবে চার দিন, তারা নমুনা পরীক্ষার খরচ নেবে দুই হাজার ৩০০ টাকা।

এই সাত প্রতিষ্ঠানকে বিমানবন্দরে নির্ধারিত সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউরের (এসওপি) আলোকে ল্যাব স্থাপনের প্রয়োজনীয় স্থান বরাদ্দসহ আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে।

একই সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে উপযুক্ত পরীক্ষাগার শুরুর নির্দেশ জারি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে এতে।


আরও দেখুন: