পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু
প্রথম দিনের অস্ত্রোপচারে নেতৃত্বে দেন স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও অবস কনসালটেন্ট ডা. নিশাত আনাম বর্না
রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ওটি। বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রথম সিজারিয়ানের মাধ্যমে এটি চালু হয়।
পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী বলেন, ‘এখানে ওটি চালু করার জন্য আমি বিশেষভাবে জেলা সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি। তার অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় আমরা ওটির কার্যক্রম শুরু করতে পেরেছি।’
পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিন ও উপজেলা পরিষদের সবার সহযোগিতায় এখানে আধুনিক মানের ওটি কমপ্লেক্স গড়ে তোলা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
প্রথম দিনের অস্ত্রোপচারে নেতৃত্বে দেন স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও অবস কনসালটেন্ট ডা. নিশাত আনাম বর্না। তার সাথে ছিলেন গাইনি ও অবস বিশেষজ্ঞ ডা. খন্দকার মাহবুবা জান্নাত ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুন নাহার।
এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. খিজির হোসেন। আর সার্বিক সহযোগিতা করেন সার্জারি কনসালটেন্ট ডা. মো. আনোয়ারুল হক ও মেডিসিন কনসালটেন্ট ডা. আব্দুল বাসেত।