ব্রিটেনের ‘রেড লিস্ট’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অসন্তুষ্ট
ব্রিটেনের ‘রেড লিস্ট’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী অসন্তুষ্ট
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার প্রথম ডোজ না নেওয়ার সত্ত্বে বিভিন্ন দেশের নাগরিককে ব্রিটেনে আশ্রয় দিলেও বাংলাদেশি নাগরিকদের প্রবেশ করতে না দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এক ডোজ টিকাও নেয়নি তাদের ব্রিটেনে আশ্রয় দিয়ে রেখেছে। ভারতে বেশি লোক মারা গেলেও তাদেরকে দেশে প্রবেশের রেড এলার্ট দেয়নি।
অথচ এখানে যে ব্রিটিশ নাগরিক আছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এ বিষয়টা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে বলা উচিত।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনা সংক্রমণের উচ্চ হার বিবেচনায় গত ৯ এপ্রিল বাংলাদেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্য। যেসব দেশ ব্রিটেন ভ্রমণের রেড লিস্টে রয়েছে, সেসব দেশ থেকে ব্রিটিশ নাগরিকরা দেশটিতে ঢুকতে পারলেও বাংলাদেশের নাগরিককে থাকতে হচ্ছে ১০ দিনের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন।