চার শর্তে ২০ চিকিৎসকের আবেদন মঞ্জুর

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-15 17:15:58
চার শর্তে ২০ চিকিৎসকের আবেদন মঞ্জুর

চার শর্তে ২০ চিকিৎসকের আবেদন মঞ্জুর

উচ্চতর অধ্যয়নের জন্য চার শর্তে ২০ চিকিৎসকের আবেদন মঞ্জুর করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত  এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

শর্তগুলো হলো-

১। প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন।

২। তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবেনা মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন।

৩। প্রেষণকালীণ তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর হতে বেতন ভাতা গ্রহণ করবেন।

৪। তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস- এ বিধিমোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন…


আরও দেখুন: