বিমানবন্দরে দ্রুততম সময়ে শুরু হবে করোনা পরীক্ষা: মন্ত্রী

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-14 21:20:21
বিমানবন্দরে দ্রুততম সময়ে শুরু হবে করোনা পরীক্ষা: মন্ত্রী

প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ

প্রবাসীদের সুবিধার জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষা দ্রুততম সময়ে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইমরান আহমদ বলেন, ‘বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ কারা করবে, সে সিদ্ধান্ত আজকেই দেওয়া হবে।’

সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা চূড়ান্ত করবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সেই সিদ্ধান্ত প্রকাশ করবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেরি হওয়ার ব্যাখ্যায় মন্ত্রী বলেন, ‘সব দিক বিবেচনা করেই কাজটা আগানো হচ্ছে। এটি করতে গিয়েই বিলম্ব হয়েছে।’

বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার একদল প্রবাসীর অনশন কর্মসূচি পালনের মধ্যে দুপুরে এ সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী।

উল্লেখ্য, করোনায় দীর্ঘ বিরতির পর কয়েক মাস ধরে কাজের জন্য বিভিন্ন দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা। অনেক দেশ বিমানবন্দরে করোনার আরটি–পিসিআর পরীক্ষা করে সেই সনদ নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে।

এ জন্য দীর্ঘদিন ধরেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা।


আরও দেখুন: