মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-14 17:14:29
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০ এর চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে স্বাস্থ্য অধিদফতরের ফটক আটকে অবস্থান কর্মসূচি

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০ এর চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশের দাবিতে স্বাস্থ্য অধিদফতরের ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্টরা।

মঙ্গলবার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০ বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তারা এ দাবি জানান।

কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মোতাবেক প্রতি একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স ও পাঁচজন টেকনোলজিস্ট থাকার কথা। অথচ সরকারি পর্যায়ে ৩০ হাজার ডাক্তারের বিপরীতে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা মাত্র ছয় হাজার ৯৩১ জন। যেখানে এই সংখ্যা হওয়ার কথা ছিল এক লাখ ৫০ হাজারেরও বেশি। সেখানে চার হাজার ২৭৪টি পদ পূরণ রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি কর্তৃপক্ষের নিকট জানিয়ে আসছি। জরুরি ভিত্তিতে ১২০০টি মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে অপেক্ষা করছি। অথচ এই ফলাফল পরীক্ষা সমাপ্ত হওয়ার এক মাসের মধ্যে দেওয়ার কথা ছিল। পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন জানিয়ে আসলেও কোনো সাড়া না পাওয়ায় আমরা শঙ্কিত।’

এই কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট জানান, সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচী চলবে।


আরও দেখুন: