পথে নষ্ট গাড়ি, কুষ্টিয়ায় বন্ধ টিকাদান

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-13 16:47:18
পথে নষ্ট গাড়ি, কুষ্টিয়ায় বন্ধ টিকাদান

পথে নষ্ট গাড়ি, কুষ্টিয়ায় বন্ধ টিকাদান

কুষ্টিয়ায় টিকা সংকটে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কার্যক্রম। জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ১ লাখ টিকা ঢাকা থেকে রবিবার কুষ্টিয়ায় আসার কথা ছিল। পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় টিকা পৌঁছেনি। মজুদ না থাকায় টিকাদান স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। আজ (১৩ এপ্রিল) রাত ১২টায় টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় আসার কথা। গাড়ি না এলে কালও (১৪ সেপ্টেম্বর) টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।’

জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, অনিবার্য কারণে সোমবার (১৩ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত জেলায় প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪০ হাজার মানুষ দুটি ডোজই নিয়েছেন।


আরও দেখুন: