নতুন অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার আহ্বান

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-12 20:57:06
নতুন অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার আহ্বান

নতুন নিয়োগপ্রাপ্ত অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

নতুন নিয়োগপ্রাপ্ত অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের প্রত্যন্ত অঞ্চলেও কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

জাহিদ মালিক বলেন, ‘কোভিড মহামারীর কথা বিবেচনা করে একসঙ্গে ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন অ্যানেস্থেসিয়া চিকিৎসক নিয়োগ প্রদান একটি যুগান্তকারী ঘটনা।’

তিনি বলেন, ‘এই মহামারীতে দেশের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলোতে অ্যানেস্থেসিয়া চিকিৎসকের প্রয়োজন দেখা দেয়। এই পদে আগে ৬০৮টি পদের বিপরীতে মাত্র ৩০ জন চিকিৎসক কর্মরত ছিলেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত বছরে আমরা ১৬৯ চিকিৎসককে পদোন্নতি দিয়েছিলাম। তখন উপযুক্ত প্রার্থী না থাকায় অবশিষ্ট ৪০৯টি পদে পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি।’

নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সকল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান তিনি।


আরও দেখুন: