‘দেশের ১শরও বেশি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন হয়েছে’

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-12 16:28:30
‘দেশের ১শরও বেশি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন হয়েছে’

হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন

দেশে অক্সিজেন সেবা বৃদ্ধি করতে ১শরও বেশি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসক নার্সসহ সবার সহযোগিতায় আমরা দেশের করোনা মোকাবেলা করছি। বাংলাদেশ যেবাবে করোনা মোকাবেলা করছে, তা বিশ্বের অনেক বড় দেশও পারেনি।

জাহিদ মালেক বলেন, সমালোচনা যতো হয়েছে, আমাদের কাজের গতি ততো বৃদ্ধি পেয়েছে। কাজের পরিবেশ নিজেকে তৈরি করে নিতে হবে। সকল জায়গা সমান গুরুত্বপূর্ণ, কাজেই যেখানে নিয়োগ দেয়ারহবে সেখানেই কাজ করতে হবে।

গতকাল করোনা শনাক্তের হার ছিল সাত শতাংশ। সংক্রমণ কমে যাওয়ায় আইসিইউ ৬০ শতাংশ খালি এবং শয্যা ৮০ শতাংশ খালি আছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের ৬৮টি ল্যাবে করোনা পরীক্ষা কর হচ্ছে। সারা দেশে পৌনে ৩০০টন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।


আরও দেখুন: