সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন
সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
তিনি বলেন, যদি দেখি আমাদের দেশে সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে যাচ্ছে তখন বন্ধ করার সিদ্ধান্ত তো শিক্ষামন্ত্রণালয়কে নিতেই হবে। আমরা পরামর্শ সেভাবেই দেব। আমরা চাইব না যে, আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হোক। অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আমাদের দেশেও একই নীতি ফলো করব। আমরা চাই, আমাদের ছেলেমেয়েদের লেখা শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে আমরা বন্ধ করে দেব।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের করোনা আক্রান্তের হার কম। ১২বছর বয়সের শিক্ষার্থীদের টিকা দেয়ার সিদ্ধান্ত এখনও আসেনি। ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা ) অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে আগামী তিন মাসে। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গণটিকা কার্যক্রম চলমান প্রক্রিয়া। টিকা পাওয়া সাপেক্ষে গণটিকা এটা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, দেড় বছর বন্ধ থাকার পর দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।