বৃষ্টি বাড়ালো টিকাগ্রহীতাদের ভোগান্তি

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-09 15:30:17
বৃষ্টি বাড়ালো টিকাগ্রহীতাদের ভোগান্তি

অবশ্য বেশিরভাগ কেন্দ্রে অন্তঃসত্ত্বাদের লাইনে না দাঁড়িয়েই টিকা নেয়ার সুযোগ করা দেয়া হচ্ছে

করোনা প্রতিরোধে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে হঠাৎ বৃষ্টি হওয়ায় টিকা গ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েন।

সরেজমিনে কয়েকটি টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা যায়, আগতরা খুব একটা স্বাস্থ্যবিধি মানছেন না। স্বেচ্ছাসেবকরা বারবার লাইনে দাঁড়াতে বললেও তা মানা হচ্ছে না। অনেকে তো মাস্কও পরেননি। আবার কেউ কেউ লাইনে না দাঁড়িয়ে টিকা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সকালে রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে আসা ৬৫ বছর বয়সী আসমা বেগমের সাথে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, ‘ফজরের নামাজ পইরাই লাইনে দাঁড়াইছি বাবা। লাইন তো আগায় না। সামনে দিয়া অনেকেই ডুইকা পড়ে। বলে তারা এহানকার লোক।’

কেন্দ্রের ভেতর-বাইরে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। নারী ও পুরুষদের আলাদা লাইন করা হয়েছে। আনসার সদস্যরা জানান, অনেকেই লাইন মানতে চাচ্ছেন না। মাইক দিয়ে বারবার বলার পরও কাজ হচ্ছে না। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি এসে ঝামেলা বাড়িয়েছে। ভেঙে যাওয়া লাইনে ফিরে কে কার আগে নিয়ে নিজেরাই তর্কে জড়িয়ে পড়েছেন।

রাজধানীর হাতিরপুল বাজার সংলগ্ন টিকাদান কেন্দ্রেও একই চিত্র দেখা যায়। আফজাল হোসেন নামে এক ব্যক্তির অভিযোগ, ‘বেশিরভাগ মানুষের কোনো বিবেক নেই। সকাল থেকে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিতে ভিজেও তিন ঘণ্টা ঠাঁই দাঁড়িয়ে রয়েছি। কখন টিকা নিতে পারব, তা জানি না। এরই মধ্যে অনেকে এসে লাইন ঢুকে পড়ছেন।’

নিজে দুই ঘণ্টা লাইনে থেকে টিকা নিতে পেরেছেন হাসান মামুদ। কিন্তু তার স্ত্রীর সিরিয়াল এখনো আসেনি। তাই একসাথে বাসায় ফেরার জন্য নিজেও অপেক্ষা করছেন। হাসান মামুদ বলেন, ‘এ কেমন যন্ত্রণা ভাই? যাদের দায়িত্ব লাইন ঠিক করা, তারাই অনিয়ম করছে। নিজের লোক আগে ঢুকিয়ে টিকা দিচ্ছেন।’

অবশ্য বেশিরভাগ কেন্দ্রে অন্তঃসত্ত্বাদের লাইনে না দাঁড়িয়েই টিকা নেয়ার সুযোগ করা দেয়া হচ্ছে। এজন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হচ্ছে।

মাস্ক কেন পরেননি এমন প্রশ্নে এ কেন্দ্রে আসা এক ব্যক্তি বলেন, ‘গরমে মাস্ক পরে থাকা খুব কঠিন। শ্বাসকষ্ট হয়। এজন্য পকেটে রেখেছি।’


আরও দেখুন: