যেভাবে বুঝবেন আপনি হরমোনজনিত জটিলতায় ভুগছেন

ডা. সুলতানা মারুফা শেফিন
2021-09-07 21:18:19
যেভাবে বুঝবেন আপনি হরমোনজনিত জটিলতায় ভুগছেন

সাধারণত শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থবোধ করলে তার হরমোনের কোনো রোগ থাকে না।

প্রথম কথা হচ্ছে শারীরিকভাবে কেউ যদি একদমই সুস্থ থাকেন, কোনো রকম অসুবিধা না থাকে, তাহলে তার হরমোনের কোনো অসুখ থাকে না। যখন তার শারীরিক কোনো অসুবিধা হবে, উপসর্গ দেখা দিবে, তখন তাকে প্রথমে জানতে হবে এটা কোনো হরমোনের অসুখ কিনা।

হরমোনের অসুখ হলে বিভিন্ন ধরনের লক্ষণ আসতে পারে। যেমন- ওজন বেড়ে যাওয়া অথবা ওজন কমে যাওয়া, ক্ষুধা লাগা অথবা ক্ষুধা না লাগা, বুক ধড়ফড় করা, অস্থিরতা, ঘুম বেশি হওয়া অথবা ঘুম কম হওয়া, ব্লাড প্রেসার বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া, কারো এত বেশি বমি হচ্ছে যে বমি বন্ধ করা যাচ্ছে না। এ রকম নানা ধরনের উপসর্গ থাকলে চিকিৎসকের কাছে যেতে হবে।

চিকিৎসকরা প্রাথমিকভাবে শুনেই অনেক সময় বলতে পারেন এগুলো হরমোনের রোগের লক্ষণ কিনা। তখন তিনি হরমোন স্পেশালিস্টের কাছে রেফার করেন।

সাধারণত শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থবোধ করলে তার হরমোনের কোনো রোগ থাকে না।


আরও দেখুন: