গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

ডক্টর টিভি রিপোর্ট
2021-09-07 13:07:19
গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

গত ৭-১২ আগস্ট গণটিকার আওতায় ৩০ লাখ ডোজের বেশি টিকা দেয়া হয়

সারা দেশে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগাী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে সকালের দিকে মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে বেলা গড়ানোর সাথে সাথে লাইনে খুব বেশি ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি।

ভোগান্তি ছাড়াই দ্বিতীয় ডোজ নিতে পারছেন বলে সাধারণ মানুষ জানিয়েছেন। প্রথম ডোজ নেয়ার সময় যাদের ৬ ও ৭ সেপ্টেম্বর সময় দেয়া হয়েছিল, তাদের আজ দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে।

গত ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ‘গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি ৭ সেপ্টেম্বর শুরু হবে। প্রথম ডোজ গ্রহীতারা একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন।’

গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের উপজেলা, জেলা, সিটি করপোরেশন পর্যায়ে গণটিকা কর্মসূচির আওতায় ৩০ লাখ ডোজের বেশি টিকা দেয়া হয়।


আরও দেখুন: