বেসরকারি মেডিকেল কলেজে গভর্নিং বডি কোটায় ভর্তি নিষিদ্ধ
বেসরকারি মেডিকেল কলেজে গভর্নিং বডি কোটায় ভর্তি নিষিদ্ধ
বেসরকারি মেডিকেল কলেজে কথিত গভর্নিং বডি কোটায় শিক্ষার্থী ভর্তি নিষিদ্ধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে কথিত গভর্নিং বডি কোটায় এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছে বলে দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ‘শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০’ অনুযায়ী কথিত গভর্নিং বডি কোটা নামে পৃথক কোনো কোটা নেই। এ ধরনের কোটায় শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগ নেই।
কোনো বেসরকারি মেডিকেল কলেজে এই কোটায় কোনো শিক্ষার্থী ভর্তি হলে বা এর উদ্যোগ নেওয়া হলে তা সরাসরি বাতিল মর্মে গণ্য হবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।