ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল স্বাস্থ্য অধিদপ্তর
কোনোভাবেই প্রতারণার ফাঁদে পা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (৫ সেপ্টেম্বর) অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের যেকোনো নিয়োগ প্রক্রিয়া যথাযথ সরকারি বিধি ছাড়া সম্পন্ন হয় না। তাছাড়া অধিদপ্তরের সব নিয়োগের বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিস ও ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের দ্বারা সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি যদি কাউকে স্বাস্থ্য অধিদপ্তর বা এর কোনো শাখা, প্রকল্প বা প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলে তবে নিশ্চিতভাবে তা প্রতারণা। কোনোভাবেই প্রতারণার ফাঁদে পা না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে এ ধরনের বিষয় পরিলক্ষিত হলে প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।