শনাক্ত ৬০ শতাংশ করোনা রোগী ঢাকা বিভাগের
চার সপ্তাহ থেকে দেশে করোনা সংক্রম কমতে শুরু করেছে
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে প্রথম থেকেই ঢাকা বিভাগে শনাক্ত ও মৃত্যু বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের ৬০ শতাংশই হয়েছে এই বিভাগে।
এই সময়ে মারা যাওয়া ৮৮ জনের ৩০ জনই ঢাকা বিভাগের। দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধির পর রাজশাহী ও খুলনা বিভাগে মৃত্যু বাড়লেও এখন সেটি কমতে শুরু করেছে।
গত চার সপ্তাহ থেকে দেশে করোনা সংক্রম কমতে শুরু করেছে। এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ও নতুন রোগী কমছে। ছয় দিন ধরে দৈনিক মৃত্যু এক শর নিচে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ১১৬, যার ৫৯ শতাংশই ঢাকা বিভাগে। অন্যদিকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৬২ জনের। মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ হয়েছে ঢাকা বিভাগে।